শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মানিক সরদার (৪৬) উপজেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ছিলেন।
পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিক রাতে ব্যক্তিগত কাজে কালকিনি যাওয়ার জন্য একা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে পালরদী নদীপাড় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলেকে শত্রুতার জেরে হত্যা করা হয়েছে জানিয়ে মানিকের বাবা আলমগীর সরদার এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।
এ বিষয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।