কাঠের মূর্তিতে হবে পূজিত ঠাকুর,
বিরাট রথের মধ্যে নিয়ে যাবে দূর।
ভক্তেরা টানবে রথ পুণ্য যে অর্জনে,
মাসির বাড়িতে যাবে জগন্নাথ সনে।
বোয়ালখালীবাসীকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস । শুভেচ্ছা বার্তায় করোনা মহামারীতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠানিকতায় রথযাত্রা উদযাপনের আহবান জানিয়েছেন তিনি ।