জাতীয়

যুবদলের সাবেক সভাপতি নীরব রিমান্ডে

(Last Updated On: )

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

নীরবকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মাহাবুবুর রহমান।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করে পুলিশ।