চট্টগ্রাম

মোবাইল বন্ধক রেখে ইয়াবা বেচাকেনা, গ্রেপ্তার ১

(Last Updated On: )

মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করেন তিনি। প্রতিটি মোবাইলের বিনিময়ে ২টি থেকে ৪টি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে ১টি মোবাইলের বিনিময়ে ২টি এবং একটু বেশি দামি হলে ১টি মোবাইলের বিনিময়ে ৪টি ইয়াবা দেওয়া হয়। যাদের টাকা থাকে না তারা এই পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচদিনের মধ্যে টাকা দিতে না পারলে মোবাইল বিক্রি করে দেয় দিদার হোসেন।

পুলিশের জালে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এ অভিনব তথ্য। রোববার (২৩ মে) রাত ২টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ বেপারিপাড়া এলাকা থেকে ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ২টার দিকে আগ্রাবাদ বেপারি পাড়া সুমন টাওয়ারের সামনে থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়। দিদার ক্রেতাদের কাছ থেকে মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করত। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা, পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

সূত্র জানায়, মূলত ছিনতাইকারীরাই ছিল তার ক্রেতা। নগরের বিভিন্ন স্পটে মোবাইল চোর ও ছিনতাই চক্রের একাধিক সদস্য মোবাইল চুরি ও ছিনতাইয়ে সক্রিয় রয়েছে। এসব চোর ও ছিনতাইকারীরাই মানুষের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তা দিয়ে ইয়াবা কিনে সেবন করে। অনেকে আবার মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে তা দিয়ে ইয়াবা ব্যবসায়ও জড়িয়ে পড়ে।

ওসি মহসীন বলেন, জিজ্ঞাসাবাদে দিদার জানায়, সে প্রতিটি মোবাইলের বিনিময়ে ২টি থেকে ৪টি পর্যন্ত ইয়াবা দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এরকম বন্ধকিকৃত ১৩টি মোবাইল উদ্ধার করা হয়।’

সুত্র : চট্টগ্রাম প্রতিদিন