জাতীয়

মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ধরা!

(Last Updated On: )

মোবাইল ছিনতাইয়ের সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় তাকে ধরতে গিয়ে আহত হয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. মঞ্জুর হোসেন।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক করা হয়েছে মোহাম্মদ ইকবাল (৩২) নামে ওই ছিনতাইকারীকে।

তার বাড়ি পাহাড়তলী থানার বউবাজার পানিরকল এলাকায়। সে আব্দুর রহমানের ছেলে।

পাঁচলাইশ থানার ট্রাফিক ইন্সপেক্টর মো. মঞ্জুর হোসেন বলেন, দুই নম্বর গেট এলাকায় বাসে উঠার জন্য অপক্ষো করছিলেন জাহিদুল ইসলাম নামে এক যাত্রী। মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ছিনতাইকারী ইকবালকে আটক করা হয়। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।