ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে একদিনে ভারতজুড়ে আড়াই কোটির বেশি লোককে কোভিড টিকা দেওয়া হয়েছে।
এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভাইয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আড়াই কোটির বেশি লোককে টিকা দিয়ে ভারত বিশ্ব রেকর্ড করেছে।
তিনি ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।