সংসদ নির্বাচনের আড়াই মাস পর সংবাদ সম্মেলনে এসে বর্তমান সংসদ সদস্য এম এ মোতালেবকে একহাত নিয়েছেন সাবেক সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, যিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন। তিনি মোতালেবের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাতের অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দলটির সাতকানিয়া উপজেলার সভাপতি এম এ মোতালেবের কাছে পরাজিত হন। জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ আসনে নদভী তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। ‘জামায়াত ঘরানার’ নদভীকে দলে এনে ২০১৪ সালের নির্বাচনে প্রথম মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ, যিনি ‘মধ্যপ্রাচ্য লবির’ জন্য আগে থেকেই পরিচিত ও আলোচিত। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দুইবার তিনি নির্বাচিত হয়েছিলেন।
‘পরাজয়ের পর প্রায় আড়াই মাস দৃশ্যপটের বাইরে থাকা আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আসন্ন উপজেলা নির্বাচনে সাতকানিয়া ও লোহাগাড়ায় সংসদ সদস্য এম এ মোতালেবের লোকজন জামায়াতকে জেতানোর প্রতিজ্ঞা করেছে।’
নদভী বলেন, ‘সামনে উপজেলা পরিষদ নির্বাচন। সেখানে দলীয় প্রতীকে নির্বাচনের সম্ভাবনা না থাকায় দলের ভেতর ঘাপটি মেরে থাকা বর্ণচোরা চক্রটি জামায়াতের সঙ্গে আঁতাত করেছে বলে জানতে পেরেছি। বিগত সংসদ নির্বাচনে জামায়াতের ক্যাডারদের নৌকার বিরুদ্ধে কাজে লাগিয়েছিল স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর লোকজন। তার বিনিময়ে তারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতকে জেতানোর প্রতিজ্ঞা করেছে। উপজেলা নির্বাচনে জামায়াত প্রস্তুতি নিচ্ছে ভাল করে।’
‘সাতকানিয়া-লোহাগাড়া আবারও জামায়াত-শিবিরের দখলে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাতকানিয়া ও লোহাগাড়ায় নৌকা নেই, মানে আওয়ামী লীগ নেই। স্বতন্ত্র এমপি থাকলেও আমার মনে হয় জামায়াতে ইসলামীই সেখানে কাজ করছে। কারণ জামায়াতের এমন কোনো ক্যাডার বাকি নেই যারা মাঠে নেই। জামায়াতের সমস্ত লোহাগাড়ার ক্যাডার এখন মাঠে।’
‘তারা সেখানে এখন ওয়াজে প্রথমে আমাকে গালাগালি করে। এরপর প্রধানমন্ত্রী ও ভারতকে গালাগাল দেয়। তাদের বক্তৃতা শুনে মনে হয় দেশটা ইসলামিক স্টেট হয়ে যাবে এবং সেটার সূচনা হবে সাতকানিয়া-লোহাগাড়া থেকে। এভাবে জামায়াত কাজগুলো করছে। তাহলে স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন যিনি, তিনি জামায়াতের এমপি কিনা সেটা আমি জানি না, এটা বুঝা যাচ্ছে না।’