প্রধান পাতা

মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

(Last Updated On: )

নীলফামারীতে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও বানানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টিকটকার নয়ন রায়ের (১৮) বাড়ি নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ঢুলিয়ার বিল গ্রামে। তার বাবার নাম মাধব রায়। নয়ন নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী অনন্ত কুমার রায় বলেন, মোটরসাইকেলে যাওয়ার পথে টিকটকের জন্য ভিডিও ধারণ করছিলেন নয়ন। তখন বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।