জাতীয়

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতা নিহত

(Last Updated On: )

কক্সবাজার টেকনাফ মেরিনড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল বুধবার রাত পৌনে ১১ টার দিকের মেরিনড্রাইভের দরিয়ানগর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে  কফিল উদ্দিন রিফাত (২০) , শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কলাতলীর জালাল আহমেদের ছেলে আসিফ চৌধুরী (২৩)।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল হক বলেন, ‘দরিয়া নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (প্রশাসন) নওশেদ রিয়াদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।’