জাতীয়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ কর্মী নিহত

(Last Updated On: )

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. বিল্লাল খন্দকার নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. তমাল মিয়া।

সোমবার (৩০ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ মিয়ার ছেলে। তিনি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেল যোগে বিল্লাল উপজেলা সদর থেকে কলেজ ছাত্রলীগের সভাপতি তমালকে সাথে নিয়ে তিলপাড়া যাচ্ছিলেন। পথে একটি মোড় অতিক্রম করার সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে গেলে দুজনেই আহত হন।

এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাদের জেলাসদর হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিল্লাল। গুরুতর আহত তমালকে ঢাকা পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।