জাতীয়

মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সিপিবির শোক

(Last Updated On: )

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম এবং চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক শওকত আলী, বোয়ালখালী উপজেলার সভাপতি কমরেড নজরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন।  

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোছলেম উদ্দিন আহমদ ষাটের দশকে পাকিস্তানবিরোধী উত্তাল আন্দোলনের রাজপথ থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী ছিলেন।

পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণআন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। রাজনৈতিক পথপরিক্রমায় তিনি বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন।

নেতৃবৃন্দ প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।