জাতীয়

মেয়রের বিরুদ্ধে কলেজছাত্রীর ধর্ষণ মামলা

(Last Updated On: )

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খানের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা করেছেন এক কলেজছাত্রী। আজ সোমবার সকালে ওই কলেজছাত্রী বাদী পুঠিয়া থানায় মামলাটি করেন।

এর আগে গত বছরের ১১ এপ্রিল মেয়র আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন জেলার দুর্গাপুর উপজেলার এক সেবিকা। ধর্ষণে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ওই কলেজছাত্রী বলেন, ‘এক বছর আগে পৌরসভায় একটি চাকরির জন্য মেয়রের কাছে গিয়েছিলাম। তিনি চাকরির আশ্বাস দিয়ে আমাকে ধর্ষণ করেন। একপর্যায়ে বিয়ে করার কথা বলে আরও কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়র আর আমাকে চাকরিও দেবে না,  বিয়েও করবে না বলে জানিয়ে দেন। বিষয়টি প্রতিবাদ করায় তার লোকজন আমাকে প্রাণনাশের হুমকি দেন। যে কারণে মেয়রের বিরুদ্ধে থানায় মামলা করি।’

এ বিষয়ে পৌর মেয়র আল মামুন খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, মেয়র আল মামুন খানের বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী।  ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মেয়রকে গ্রেপ্তারে অভিযান চলছে।