ইয়াবা পাচারের কৌশলের মতো এবার চোরের দল পাল্টাচ্ছে চুরির অভিনব কৌশল। নারী পুরুষ কিংবা শিশুর সমন্বয়ে করা চোর সিন্ডিকেট ভিক্ষুক বেশে বাসা-বাড়িতে চুরি করছে। তবে চট্টগ্রামে এবার ঘটলো উল্টো ঘটনা। গায়ে ম্যাক্সি পরে ২০ বছর বয়সী এক যুবক মেয়ের বেশ ধরে বাসায় চুরি করতে যায়। নারীবেশী এই পুরুষ চোর বাসায় চুরি করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়ার পর ধরা পড়ে পাহাড়তলী থানা পুলিশের হাতে।
বুধবার (১ সেপ্টেম্বর) পাহাড়তলী থানাধীন এলাকা থেকে মো. জাকারিয়া (২০) নামের ওই ছদ্মবেশী চোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী মো. আমির আহাম্মদকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার পর মেয়ের বেশে চুরি করা ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ৪টি চোরাই মোবাইল। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।’