আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ আলেমে অধ্যক্ষ আল্লামা মুফতী ইদ্রিস রেজভীর মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুফতী ইদ্রিস রেজভী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর। এর আগে গত শুক্রবার (২৩ জুলাই) রাতে গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতী ইদ্রিস রেজভী দেশব্যাপি ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গেছেন।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
মুফতী ইদ্রিস রেজভী চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা।