জাতীয়

মির্জা ফখরুল সস্ত্রীক করোনায় আক্রান্ত

(Last Updated On: )

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তবে দুজনেই শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিব ও তার স্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

শায়রুল কবির খান জানান, বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। ​তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে ,কয়েকদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই স্ত্রীসহ তিনি করোনা পরীক্ষার নমুনা দেন। যার ফলাফল পজেটিভ এসেছে।