চট্টগ্রামের মিরসরাইয়ে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুর উদ্দিন মিঠু নামে এক পাষন্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, মায়ের অনুপস্থিতিতে মিঠু তার মেয়েকে ধর্ষণ করেছ বলে সে স্বীকার করেছে। এঘটনায় এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছে। ভিকটিমকে মেয়েকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।