চট্টগ্রাম

মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

(Last Updated On: )

প্রতি বছরের ন্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আউটার স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পণ্য মেলা। এবারের মেলায় আকর্ষণীয় হিসাবে থাকবে চিরায়িত বাঙালির গৌরব উজ্জ্বল অহংকার কারু শিল্প, চারু শিল্প, হস্ত শিল্প, মৃৎ শিল্পসহ বিভিন্ন দুর দুরান্ত থেকে আগত নানা প্রকারের শিল্প কর্মের মনোরম পরিবেশের দ্রব্যাদি ও পণ্য।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের পণ্য মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলার নেতার সহধর্মীনি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রগতিশীল মন-মানসিকতা উদ্বুদ্ধ সকলের কাছে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সু-প্রতিষ্ঠিত। সুদীর্ঘ ৩৪ বছরে চলার পথে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গতি কখনো দুর্বার আবার কখনও শ্লথ ছিল। বার বার শকুনের থাবা থেকে বাংলাদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আদর্শিক পথ দেখিয়েছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়িত করেছেন। আমরা তাঁর হাতকে শক্তিশালি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মাহবুব মোরশদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিএনসি (স্পেসাল) , মহিউদ্দীন রাশেদ, পান্টুলাল সাহা, নৌ- কমান্ডো গোলাম জিলানি চোধুরী, যুদ্ধকালিন কমান্ডার মাহবুব উল আলম, গ্রæপ কমান্ডার নুরুদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, ১৪ দলীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, ডাঃ সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াডের আহবায়ক বোরবানুল হাসান সালেহীন, মওলানা আবদুর রাজ্জাক।