প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ার বাজার ঝুলে যায়নি। মালয়েশিয়ার শ্রমবাজার খুললেই দেশের শ্রমিকরা কম খরচে দেশটিতে যাবেন। আলোচনা না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য শ্রমিক; শ্রমিকের স্বার্থের জন্য যা কিছু করা প্রয়োজন সে অনুযায়ী আমি কাজ করবো। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনও সিন্ডিকেটের পক্ষে বা বিপক্ষে নই। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর বিষয়টি ঝুলে যায়নি। স্বচ্ছ-অস্বচ্ছের বিষয়ে কিছু নয়, আমাদের প্রাধান্যের বিষয় হচ্ছে শ্রমিকের স্বার্থ। ২৭ মার্চ আমি প্রধানমন্ত্রীর অন্য একটি দায়িত্বে মালয়েশিয়া যাচ্ছি। আমি চেষ্টা করবো, এই কাজের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করার। এ সময় উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
সম্পৃক্ত খবর
নৌকায় ভোট দেওয়ায় ঘর ভাঙচুরের অভিযোগ
(Last Updated On: ) বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় একটি ঘর ভাঙচুর করা হয়েছে। ঘরের মালিকের অভিযোগ নৌকায় ভোট দেওয়ার কারণে ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১০টার দিকে গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার নারায়ণ দেবনাথের ঘর ভাঙচুর করা হয়। নারায়ণ দেব নাথ পেশায় মোটরসাইকেল মেকানিক। সুবল দেবনাথ তার ভাই। নারায়ণ দেব নাথ […]
কানাডা-দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে ফিরলেন মুরাদ
(Last Updated On: ) কানাডা-দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। আজ রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫১ মিনিট নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে। কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু দুবাইয়ের ভিসা না […]
এ সপ্তাহের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা!
(Last Updated On: ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো দিন আসতে পারে। আর সেটা এ সপ্তাহেই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ […]