চট্টগ্রাম

মামলা বাণিজ্য নিয়ে সিএমপির সতর্কতা

(Last Updated On: )

সম্প্রতি দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি ও মামলায় আসামি করার হুমকি দিয়ে কিছু অসাধু চক্র অনৈতিক সুবিধা আদায় করছে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সিএমপির এক বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সম্প্রতি সিএমপির বিভিন্ন থানায় হওয়া মামলায় অব্যাহতি পাওয়ার সুযোগ এবং আসামি করার হুমকি দিয়ে একটি চক্র টাকা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

মামলাগুলো পুলিশ সদর দপ্তর ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। তাই এসব মামলায় অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।

এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।’

একই সঙ্গে এ ধরনের প্রতারক চক্রের কোনো সদস্য কারও সঙ্গে যোগাযোগ করা মাত্র সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে জানানোর অনুরোধ জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নগরের বিভিন্ন থানায় শতাধিক মামলা দায়ের করা হয়।

অনেক মামলায় চিহ্নিত অপরাধীরাও বাদী হয়েছেন। এসব মামলায় আসামি করা ও অব্যাহতি দেওয়া নিয়ে বাণিজ্যের অভিযোগ রয়েছে।