কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানের পাশাপাশি তিনি জড়িত আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেয়ে সাফিয়ার নামে চালু করেছেন ‘সাফিয়া ফাউন্ডেশন’। যা কয়েক বছর ধরে গরিব শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।
মজার বিষয় হলো, একটি মাটির ব্যাংকে অল্প কয়েক মাস ধরে টাকা জমাচ্ছিলেন সালমা। ব্যাংকটি ভাঙার পর যার অংক- ৩০ হাজারের কিছুটা বেশি। আর এই টাকার সঙ্গে আরও কিছু মিলিয়ে ‘সাফিয়া ফাউন্ডেশন’র হয়ে দুস্থদের পাশে দাঁড়াবেন তিনি।
দৈনিক আমাদের সময় অনলাইনকে সালমা বলেন, ‘অল্প কিছুদিন ধরে টাকা জামাচ্ছিলাম। অবশেষে ভেঙে দেখলাম ৩০ হাজার টাকার কিছুটা বেশি। আমি ও আমার স্বামী (সানাউল্লাহ নূরে সাগর) মিলে সিদ্ধান্ত নিলাম, এর সঙ্গে লাখ টাকা মিলিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।’
তিনি আরও বলেন, ‘করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকেরই বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। আবার এর মধ্যে জেঁকে বসেছে শীত। তাই যতদ্রুত সম্ভব ফাউন্ডেশনের হয়ে সবার পাশে দাঁড়াতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’