আন্তর্জাতিক

মহাসড়কে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত ১০

(Last Updated On: )

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মালয়েশিয়ার এলমিনার গুথরি মহাসড়কে আছড়ে পড়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে উড়োহাজাজের আটজন এবং বিধ্বস্ত উড়োজাহাজের আঘাতে একজন গাড়িচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শাহ আলম থানার ওসিপিডি সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। আমার কাছে সকল তথ্য আসলে আমি ঘটনা সম্পর্কে আরও আপডেট করব।’

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সেখানকার রাস্তায় পড়ে থাকা জ্বলন্ত ধ্বংসাবশেষের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে, বিচক্র্যাফ্ট প্রিমিয়ার আইয়ের হালকা ব্যবসায়িক জেট উড়োজাহাজ ছিল এটি। মালয়েশিয়ার লাংকাউই থেকে সুবাং বিমানবন্দরে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।