মহানবী হযরত মুহাম্মদ সা: সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গাউছিয়া কমিটি বাংলাদেশ উপজেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (১৩ জুন) বিকালে অেনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উপজোর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন করে ।
সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে ও মাওলানা ফখরুদ্দীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, এস.এম মমতাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা মহিউদ্দীন আল কাদেরী, শওকত ওসমান, ইউপি সদস্য মামুন উদ্দীন, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম, কাজী এম এ জলিল, ওসমান গনি সহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেত্রী নূপুর শর্মা ও নাভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে। তাদের এমন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিজেপির এসব নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’