মানুষের সুস্থ জীবন যাপনের জন্য অন্তরের স্থিরতা জরুরি। চিত্তে যদি স্থিরতা না থাকে, তাহলে কোনো কিছুতে মন বসে না। তদুপরি দ্বীন-ধর্ম ও জীবনব্যবস্থার ব্যাপারে যদি অস্থিরতা কাজ করে, তাহলে ব্যক্তির জন্য বড় অশনি সংকেত। তাই সর্বদা মন যেন স্থির থাকে, সে জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।
অন্তর স্থির থাকার অনেক দোয়া রয়েছে। এখানে পাঠকদের জন্য একটি দোয়া উল্লেখ করা হলো- যেটি আল্লাহর রাসুল (সা.) পড়ে তার উম্মতদের শিখিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় (আল্লাহ তাআলা)-এর দই আঙুলের মাঝে একটি মাত্র অন্তরের মতো। তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন। এরপর রাসুল (সা.) এই [নিচে উল্লেখিত] দোয়া পড়েন।’ (মুসলিম, হাদিস : ৬৫০৯)
দোয়াটির আরবি হলো :
اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا علَى طَاعَتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা মুসররিফাল কুলুবি সাররিফ ক্বুলুবানা আলা ত্ব-আতিক।
অর্থ : অন্তরগুলো পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন। সূত্র: ঢাকাপোস্ট