প্রধান পাতা

‘ভয় পাবেন না সোচ্চার হয়ে কাস্তে প্রতীকে ভোট দিন’

(Last Updated On: )

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেছেন, জনগণের ভোটের সংস্কৃতিকে নস্ট করে দিয়ে কিছু ব্যক্তি টাকা দিয়ে জনপ্রতিনিধি হচ্ছেন। আর জনগণের গলা চেপে ধরে রক্ত শুষে নিচ্ছে। এর থেকে মুক্তির চায় মানুষ।


রবিবার বিকেলে কানুনগোপাড়া মোড়ে নির্বাচনী এক পথসভায় তিনি এ কথা বলেন।


এসময় তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি আমুচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভয় পাবেন না, সোচ্চার হয়ে কাস্তে প্রতীকে ভোট দিয়ে অনুপম বড়ুয়া পারুকে নির্বাচিত করুন। তিনি আপনাদেরই লোক। আপনাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারু কাজ করবে।জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
কাস্তে প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমুচিয়া ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী অনুপম বড়ুয়া পারু।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদক নুরুচ্ছাফা ভুইয়া,রাহাত উল্লিাহ জাহিদ, বোয়ালখালী উপজেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ,সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন,নজরুল ইসলাম আজাদ, জামাল আবদুল নাসের, আমির হোসেন, শৈবাল আদিত্য, ক্ষেতমজুর নেতা শ্যামল বাবু, মো. শাহজাহান, শ্যামল চৌধুরী, পিকলু সরকার, রাশিদুল সামির,পার্থ সারথী সিংহ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, সুদর্শন দাশ, ইয়াছিন আরাফাত, উম্মে ফাতেমা শিবলী ।