দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দীন।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই প্রধান কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দীন বলেন, শরীরে জ্বর আসায় শনিবার করোনা টেস্ট করেছিলাম। রবিবার রিপোর্টে পজিটিভ এসেছে। তার স্ত্রীও করোনা পজেটিভ। শারীরিকভাবে তারা সুস্থ রয়েছেন। বর্তমানে স্বপরিবারে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম ডোজ করোনা টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজ টিকাও নিয়েছিলেন। টিকা নেওয়ার আড়াই মাসের মাথায় করোনা আক্রান্ত হন তিনি। আনোয়ারায় শুরু থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।