ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন নির্বাচনে কারচুপি হলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিন। একই অভিযোগ এনে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজও। তিনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আজ রোববার সকালে সোনাগাজী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
এ সময় প্রধানমন্ত্রী, জিএম কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী ও ফেনী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার ৩৫ বছরের রাজনীতির আউটপুটটা যেন কেউ ছিনিয়ে নিতে না আসে। যদি ছিনিয়ে নিয়ে যায় তাহলে আত্মহত্যা ছাড়া কিছুই করার থাকবে না আমার।’
এর আগে আওয়ামী লীগের বিদ্রোহী (ঘোড়া প্রতীক) প্রার্থী সামছুল আরেফিনও কারচুপির ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে আত্মহত্যার ঘোষণা দেন। সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামে নিজ বাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় শামসুল আরেফিন সাংবাদিকদের ডেকে তিনি এ ঘোষণা দেন।
শামসুল আরেফিন বলেন, ‘আগে জেলা আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছে। এবার নতুন নিয়ম করেছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারির ভোটে মনোনয়ন দেওয়া হচ্ছে। যেখানে টাকার কাছে যোগ্যতা পরাজিত হচ্ছে।’