চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখলে অস্ত্রধারী ভাড়া করা স্বেচ্ছাসেবক লীগের নেতা রহিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১১ জুন) রাতে নগরের নতুন ব্রিজ এলাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রহিম উদ্দিন চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি। সহযোগীর নাম মো. মোরশেদ।
পিবিআই চট্টগ্রাম জেলা পরিদর্শক মো. নেজাম উদ্দিন বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার দুই অস্ত্রধারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তারা রহিম উদ্দিন তাদের ভোটকেন্দ্র দখল করতে চন্দনাইশে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। জবানবন্দিতে নাম উঠে আসায় রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার দুপুরে আদালতে হাজির করা হবে।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহিম ও আওয়ামী লীগ–সমর্থক মো. সেলিম নামের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি হয়। কেন্দ্রের পাশে ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হাবিবুর ইসলাম। গুলিতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় তার মা ছকিনা খাতুন বাদী হয়ে মামলা করেন চন্দনাইশ থানায়। আদালতের নির্দেশে মামলাটি পিবিআইতে আসে।