জাতীয়

ভুট্টাক্ষেত থেকে ধরে অজগরটি বাড়ি নিয়ে আসেন কৃষক

(Last Updated On: )

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে একটি ভুট্টাক্ষেতের জাল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছেন এক কৃষক। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িরবাড়ি গ্রামের সীমান্ত লাগোয়া এলাকায় অজগর সাপটি আটক করা হয়।

ভুট্টাক্ষেতের আইলের জালে আটকা পড়ে অজগরটি। আটক অজগরটি প্রায় ছয় ফুট লম্বা ও তিন-চার কেজি ওজনের। কৃষক লুতু মিয়া ওই অজগর সাপটিকে দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে বাড়িতে এনে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। অজগরটি দেখতে তার বাড়ি ভিড় করে গ্রামবাসী। পরে স্থানীয় লোকজন উপজেলা ও থানা পুলিশকে খবর দেন।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলইও) আখিরুজ্জামান শামীম বলেন, সম্ভবত ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগর সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টাক্ষেতের জালে আটকে যায়।

উপজেলা ফরেস্টার আব্দুর রহমান বলেন, অজগার সাপটি হাতীবান্ধা উপজেলার দইখাওয়া নওদাবাস সংরক্ষিত শালবনে অবমুক্ত করা হবে। সাপটি প্রায় ছয় ফুট লম্বা। সাপটির জেনারেশন বাংলাদেশি হবে। এর আগে ওই ইউনিয়নের ইসলামপুরে গত বছরের জুলাই মাসে একটি অজগর সাপ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা অজগর সাপটি পাটগ্রাম উপজেলায় নিয়ে এসে সামাজিক ও বন বিভাগের কাছে রাখা হয়েছে। পরে প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে।

kalerkantho