যেতে না যেতেই নোয়াখালীর ভাসানচর থেকে পালাতে শুরু করেছে কিছু রোহিঙ্গা। আজ মঙ্গলবার (১৮ মে) সকালে ১১ জন রোহিঙ্গাকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।
এছাড়া, টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পেও নুরুল আমিন (২০) নামের একজন রোহিঙ্গা যুবক ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তর।
পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নুরুল আমিন টেকনাফের উনছিপ্রাং ব্লক বি-৬, ঘর নং-২৮৫ এ বসবাসকারী (এফসিএন নং-২৪৩৯১০) জকির আহমেদের ছেলে।
জানা যায়, ভাসানচর থেকে পালিয়ে আসা সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে ১১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ রওনা দেওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ১১ রোহিঙ্গার মধ্যে ছয়জন নারী, তিনজন শিশু ও দুইজন যুবক রয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
আটক এসব রোহিঙ্গাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম।
তিনি আরো জানান, কিছুদিন আগেও ভাসানচর থেকে পালানোর চেষ্টায় আটজন রোহিঙ্গাকে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ভাসানচর থেকে দালালের মাধ্যমে জেলেদের ছোট নৌকায় সন্দ্বীপে আসছে রোহিঙ্গারা। সেখান থেকে
চট্টগ্রাম হয়ে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তারা।
এদিকে, কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক এক প্রেসনোটে জানান, নুরুল আমিন (২০) নামে এক রোহিঙ্গা গতকাল সোমবার (১৭ মে) রাতে ভাসানচর থেকে অজ্ঞাত দালালদের মাধ্যমে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে তার বাবার কাছে চলে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে ক্যাম্প সিআইসি নুরুল আমিনকে ডেকে পাঠালে তাকে না পেয়ে তার বাবাকে সিআইসি অফিসে আনা হয়। তার বাবাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে ছেলে নুরুল আমিন প্রশাসনের ভয়ে বর্তমানে ক্যাম্পের বাহিরে অবস্থান করছে। ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী নুরুল আমিনের বাবাকে তার ছেলেসহ আগামীকাল বুধবার সিআইসি অফিসে হাজির হতে বলা হয়েছে।