পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ’র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক শুরু হয়েছে। পরিবহন মালিক-শ্রমিক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করছেন সরকারের নীতিনির্ধারকরা।
আজ রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এর আগে গেল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিক হারে ভাড়া বাড়ানোর দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। আন্দোলন থেকে সরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ট্রাক মালিক সমিতি অনানুষ্ঠানিক বৈঠক করলেও কোনো সমাধান না আসায় ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।