ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় নাসরা নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলার ওই শিশুর লাশ উদ্ধার হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হলো। নাসরা ওই এলাকার হারিজ মিয়ার মেয়ে। উদ্ধারের পর শিশুটির চাচা ছায়েদ মিয়া ও ফরিদ মিয়াসহ স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করে।
এদিকে বিলের পাড়ে স্বজনদের ভীড়ও কমে গেছে। উদ্ধার হওয়া ২১ জনের লাশ গতকাল শুক্রবার রাতের মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গনে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। শত শত মানুষের ভিড় সামলাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ছয়টায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদে বালুবাহী নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৮ নারী ও ৭ শিশু রয়েছে।