জাতীয়

বৌভাতের পোলাও-মাংস দুস্থদের মধ্যে বিতরণ, বরের বাবাকে জরিমানা

(Last Updated On: )

স্বাস্থ্যবিধি ও কঠোর ‘লকডাউন’ অমান্য করে চলছিল বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে বৌভাতের ৫০০ জন অতিথির জন্য আয়োজন করা পোলাও, রোস্ট, গরুর মাংস আর দই বিতরণ করা হয়েছে এলাকার অস্বচ্ছল জনগণের মধ্যে।
 
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একদিন আগে বুল্লা গ্রামের জালু মিয়ার ছেলে খোকন মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার তাদের বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর ও কনেপক্ষের লোকজনের ভীড় জমে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। সেই সঙ্গে বরের বাবা জালু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ইউএনও শেখ মঈনুল ইসলাম জানান, এসময়  সব ধরনের সামাজিক অনুষ্ঠান করা নিষেধ। এছাড়া ওই বৌভাত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি। ‘লকডাউনে’ এমন আয়োজন করায় সংশ্লিষ্ট আইনে বরের বাবাকে জরিমানা করা হয়। একইসঙ্গে ৫০০ অতিথির জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানা ও অস্বচ্ছল জনগণের মধ্যে বিতরণ করা হয়।