বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল রবিবার (২৭ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন যৌথ স্বাক্ষরিত এক পত্রে পৌরসভা আওয়ামী লীগের নব কমিটির অনুমোদন দেন।
এতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় হাজী মুহাম্মদ শফিউল আলমকে সভাপতি ও এসএম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬৯সদস্য বিশিষ্ট পৌরসভা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে পৌরসভার কমিটির আহ্বায়ক ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। তিনি ২০১৪ সাল থেকে আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে নবগঠিত কমিটিতে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরকে রাখা হয়নি। জহুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, নব গঠিত পৌরসভা কমিটির ব্যাপারে অবগত হয়েছি। নতুন নেতৃত্বের প্রয়োজন ছিলো। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক বলে মনে করছি।