বোয়ালখালী নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সাথে পাঠশালা’র নব-গঠিত প্রতিনিধি পর্ষদ এর সৌজন্য স্বাক্ষাত আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
পাঠশালা র মুখপাত্র কিশোর দে র নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গনমাধ্যম ও গনসংযোগ প্রতিনিধি টিটন দে টিটু , গৌরব মজুমদার রন্টি, মিল্টন চৌধুরী, অন্তর দাশ, বিজয় চক্রবর্তী, অভি দত্ত, জয় পালিত, প্রিয়ঞ্জিত চক্রবর্তী । এ বিষয়ে গনমাধ্যম ও গনসংযোগ প্রতিনিধি টিটন দে টিটু বলেন, সৌজন্য সাক্ষাতে পাঠশালা’র আসন্ন ‘ বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সৃজনশীল প্রতিযোগিতা- ২০২১ এর পাঠশালা’র প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। তাছাড়া কোভিট পরিস্থিতিতে পাঠশালা’র সামাজিক কার্যক্রম (ত্রাণ) পরিচালনার সুযোগ দেয়ায় পাঠশালা’র পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতা জানানো হয়।