বোয়ালখালীর কালুরঘাট সেতুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে কয়েকশ’ যাত্রীকে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
রোকেয়া সানজিদা নামের এক চাকরিজীবী জানান, ব্রিজে ট্রাক আটকে যাওয়ায় হেঁটে ব্রিজ পার হয়েছি। অতিরিক্ত লোকের কারণে ১০ মিনিটের পথ আধা ঘণ্টায় পার হয়েছি।
টোলবক্সের কর্মচারীরা জানান, বোয়ালখালী থেকে শহরগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এ সময় দুইপাড়ে শতশত গাড়ি আটকা পড়ে। পরে ট্রাকটি টেনে পূর্বপাড়ে আনা হয়। দেড়ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।