বোয়ালখালীর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন নাজমুন নাহার। তিনি সদ্য বদলীকৃত ইউএনও আছিয়া খাতুনের স্থলাভিসিক্ত হতে যাচ্ছেন।
নতুন ইউএনও নাজমুন নাহার ২০২০ সাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন ও রেভিনিউ কালেক্টরট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে দিনাজপুর জেলার বিরামপুর ও বিরল উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ ডিগ্রী অর্জনের পর ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন সাতক্ষীরা জেলার কলারোয়ার এই কৃতি সন্তান।
ব্যক্তিগতভাবে বিবাহিত ও এক ছেলে এক কণ্যা সন্তানের জননী। এর আগে বর্তমান ইউএনও আছিয়া খাতুনকে সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলী করা হয়।