বোয়ালখালী বাসীকে জন্মষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ,ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। এইবছর অর্থাৎ ২০২১ সালের ৩০ অগস্ট পালিত হতে চলেছে জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। তাই, হিন্দু-ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এইদিন গোপাল পুজোর আয়োজন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় আনুষ্টানিকতায় জন্মষ্টমী উদযাপনের আহবান জানিয়েছেন তিনি ।