প্রধান পাতা

বোয়ালখালীবাসীকে গন্ধেশ্বরী পূজার শুভেচ্ছা

(Last Updated On: )

গন্ধেশ্বরী দুর্গারই একটি অংশ বিশেষ। চতুর্ভুজা দেবী গন্ধেশ্বরীর ধ্যান মন্ত্রে বলা হয়- ‘দুর্গা দুর্গতিহারিণী ভবতু নঃ’, অর্থাৎ ‘হে দেবী, আপনি আমাদের নিকট দুর্গতিহারিণী দুর্গাস্বরূপা হোন। দুর্গতিহারিণী দুর্গা রূপে আমাদের দুঃখ বিনাশ করুন।’ দুর্গা ও গন্ধেশ্বরী উভয়েই সিংহ বাহিনী এবং অসুরমর্দিনী।

বোয়ালখালীবাসীকে গন্ধেশ্বরী পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস ।

শুভেচ্ছা বার্তায় স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে গন্ধেশ্বর পূজা উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।