বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মামুন। তিনি ১৪ জুন থেকে অফিশিয়াল ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ইতোপূর্বে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
তাঁর যোগদান উপলক্ষে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর হাজী নাছের আলী উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনকে ফুল দিয়ে বরণ করে স্বাগত সম্ভাষণ জানিয়েছেন।
দীর্ঘ দিন পর বোয়ালখালীতে নতুন ইউএনও’র যোগদানে অফিসপাড়াসহ সর্ব মহলে প্রাণ সঞ্চার ফিরেছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।
অপরদিকে যোগদানকৃত নতুন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বোয়ালখালীতে দায়িত্ব পালন কালে উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
গত ৭ ফেব্রুয়ারী ‘২০২২ ইংরেজী হতে প্রায় ৫ মাসে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার।