প্রধান পাতা

বোয়ালখালীতে ৩৩৩ নাম্বারে কল দিয়ে ২১ পরিবার পেল খাদ্য সহয়তা

(Last Updated On: )

খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নাম্বারে কল দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৭ পরিবার পেয়েছে খাদ্যসামগ্রী। আজ রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১৭ পরিবার এবং আমুচিয়া ইউনিয়নের ৪ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করে। এছাড়া দরিদ্র আরো ৯ পরিবারকে খাদ্য সহায়তা দেয় উপজেলা প্রশাসন। এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। 

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নানসহ অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা চাওয়া ২১ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। পরবর্তীতেও এ খাদ্য সহয়তা অব্যাহত থাকবে।