প্রধান পাতা

বোয়ালখালীতে ২ হাজার পিচ ইয়াবাসহ আটক ১

(Last Updated On: )

বোয়ালখালীতে ২ হাজার পিচ ইয়াবাসহ বেলাল উদ্দিন (২৭) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বেলাল উদ্দিন উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের পুর্ব দরগাহবিল, তুলাতুলী, ০৭ নং ওয়ার্ড, চৌকিদারের বাড়ীর আবুল কালামের ছেলে।


সোমবার (২৪ মে) এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ মুকুন্দ্র রামের হাট আবুল বশরের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে তাকে গ্রফতার করে । এসময় তার হেফাজত হইতে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ২০০ গ্রাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।