বোয়ালখালীর আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদে ৯ নং ওয়ার্ডে ২য় বারের মত নির্বাচিত সাধারণ সদস্য হারুনুর রশিদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ।
বুধবার (০৫ জানুয়ারী ) নির্বাচনের ফলাফল ঘোষনা শেষে ফুলের মালা পরিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয় ।
এসময় উপস্থি ছিলেন মোঃ আবু কালাম, মোঃ মনছুর, মোঃ নুরুল ইসলাম, আরমান, জাহাঙ্গীর প্রমুখ ।
মো; হারুনুর রশিদ চৌধুরী জানান গত মেয়াদে প্রায় ১ কৌটি ১০ লক্ষ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে । এলাকাবাসীকে সাথে নিয়ে আগামী মেয়াদের অবশিষ্ট কাজ সম্পন্ন করব । এলাকায় আইন শৃংখলা রক্ষা, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি ।
নির্বাচনে মো. হারুনুর রশিদ চৌধুরী ফুটবল প্রতীকে ৪৫৯ ভোটে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী লিটন দে টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬৭ ভোট । অপর দুই প্রার্থী বিফ্লব দে পেয়েছেন ৮৫ ভোট ও বাসব পালিত পেয়েছেন ৮৪ ভোট ।