মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে আজ বুধবার (০২ মার্চ,২০২২২) নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দিশারী খেলাঘর আসর ।