প্রধান পাতা

বোয়ালখালীতে সিপিবি প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

(Last Updated On: )

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী অনুপম বড়ুয়া ।

আজ বৃহষ্পতিবার( ৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রকৌশলী ও সহকারী রিটানিং অফিসার রেজাউল করিমের হাতে এ মনোনয়ন পত্র দাখিল করেন।


এ সময় উপস্থিত ছিলেন পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক কানাই দাশ, সহ সভাপতি নজরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার চৌধুরী, মো. ইসলাম মিয়া, পার্থ সারথী সিংহ, সুকান্ত শীল, রুপন দাশ, দেশু রন্জন বড়ুয়া,স্বপন কান্তি বড়ুয়া,দিবাকর বড়ুয়া বাবুল,তরুণ বড়ুয়া,অম্লান বড়ুয়া,অনন্য বড়ুয়া রনি।

কাস্তে প্রতীকের প্রার্থী অনুপম বড়ুয়া বলেন , আশা করছি আগামী ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত,ক্ষমতার দাপটহীন,টাকার খেলা ও সাম্প্রদায়িকতামুক্ত রাখবে এবং জনগণের নিজের ভোট নিজে দেয়ার সুযোগ পাবে।