বোয়ালখালীতে সৃজনশীল ও সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা‘র ফ্রি টিকা নিবন্ধনের ১১ম দিনে পৌরসভার সন্ধীপ পাড়ায় টিকা নিবন্ধন করা হয়।
আজ (৪রা আগষ্ট) বুধবার সকাল ৯ টায় গোমদন্ডী তাজেদিয়া জয়তুননেছা নুরানী মাদ্রাসায় সমাজসেবক মোহাম্মদ রিদুয়ান ব্যবস্থাপনায় ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল ও পাঠশালার উদ্যোক্তা সুব্রত দত্ত রাজু।
স্থানীয় সমাজসেবক জহির আহমদ ,আবদুল হক, ইকবাল হোসেন,মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হানিফ মোহাম্মদ নাছের, আবদুল হালিম, মোহাম্মদ রফিকের সহযোগিতায় নিবন্ধন কার্যক্রমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহন করেন খেলাঘর সংগঠক পিকলু সরকার, পাঠশালা’র প্রযুক্তি ও দপ্তর প্রতিনিধি বিজয় চক্রবর্তী, অন্তর দাশ, গৌরব মজুমদার রন্টি,রানা দত্ত, ।
মানবিক ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য পাঠশালার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা ।