প্রধান পাতা

বোয়ালখালীতে শ্রীপুরে পাঠশালার ফ্রি টিকা নিবন্ধন

(Last Updated On: )

উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভারাম্বা ঘাট এলাকায় প্রান্তিক জনগোষ্টীকে সৃজনশীল, সেবাধর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালার ফ্রি কোভিট -১৯ টিকা নিবন্ধন অনুষ্ঠিত হয়।

আজ (১৩ই আগষ্ট) শুক্রবার নিবন্ধন কার্যক্রম স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী ও শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইউছুফ কোম্পানীর ব্যবস্থাপনায় নিবন্ধনকালে স্থানীয় সমাজসেবক মো. রাশেদ, তারেকুল ইসলাম,মো. হেলাল,মো. সোহেল, মো. সাজ্জাদ,মো. মানুন, মো. আলমগীল, মো. আবদুল্লা, মো. গিয়াস উদ্দিন, মো. আসিফ, মো. হাবিব সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।

এতে পাঠশালা’র প্রচার ও প্রকাশনা প্রতিনিধি জয় নন্দী, গৌরব মজুমদার রন্টি, জনি দাশ ও বিজয় চক্রবর্তী অংশ নেন।

“প্রধান মন্ত্রীর অঙ্গিকার ,ভ্যাকসিন হবে সবার” এ প্রতিপাদ্য সফল করতে নিবন্ধিতদের মোবাইলে টিকা গ্রহনের তারিখ সম্বলিত ম্যাসেজ প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানানো হয় ।