প্রধান পাতা

বোয়ালখালীতে শিক্ষাবিদ খায়ের উল বশর এর নাগরিক শোকসভা আগামীকাল

(Last Updated On: )

বোয়ালখালীর আহলা শেখ চৌধুরী পাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ,গবেষক ও সাহিত্যনুরাগী, শাকপুরা ও ধলঘাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্যের স্বনামধন্য অবসরপ্রাপ্ত শিক্ষক খায়ের উল বশর স্মরনে নাগরিক শোক সভা আগামীকাল শুক্রবার (১৮ জুন) বিকাল তিন টায় আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত হবে ।


নাগরিক শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ফেনী জেলা প্রশাসক দেবশীষ নাগ,গাছবাড়িয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুস সোবহান,চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল হক,অধ্যাপক ও প্রাবন্ধিক কানাই দাশ । সভাপতিত্ব করবেন নাগরিক শোক সভা উদযাপন কমিটির চেয়ারম্যান ফরিদ আহমদ চৌধুরী ।


নাগরিক শোক সভা উদযাপন কমিটির সদস্য সচিব মো. আমির হোসেন মাস্টার অকৃতদার এই বিরল জ্ঞান তাপসের নাগরিক শোকসভায় স্বাস্থ্যবিধি মেনে সবন্ধব উপস্থিতি কামনা করেছেন ।