প্রধান পাতা

বোয়ালখালীতে শিক্ষক মৃনাল কান্তি মোহরের পরলোকে

(Last Updated On: )

গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কধুরখীল নিবাসি বিশিষ্ট শিক্ষাবিদ মৃনাল কান্তি মোহরের হৃদরোগে আক্রান্ত হয়ে ২ আগষ্ট সোমবার সকাল ১০ টা ২৫ মিনিটে ৭৬ বছর বয়সে পরলোক গমন করেছেন। দিব্যান লোকান স্বঃ গচ্ছতু।

মৃত্যুকালে তিনি স্রী, ২ ছেলে, ১ মেয়ে, পূএবধুসহ অসংখ্যা আত্নীয় – স্বজন ও গুণাগ্রাহি রেখে যান। সোমবার বিকালে মৃনাল মোহরেরকে কধুরখীল ইউনিয়নের নিজবাড়ি সংলগ্ন পারিবারিক শশ্মানে দাহ করা হয়।

মৃনাল কান্তি মোহরের এর মৃত্যুতে গভির শোক জানিয়েছেন মোছলেম উদ্দিন আহমদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু,গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ,পাইলট৯০, বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা,দিশারী খেলাঘর আসর, হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালি উপজেলা শাখা,পূজা উদযাপন পরিষদ,শ্রীশ্রী জম্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটি, প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালি উপজেলা শাখা, লোকনাথ ব্রম্মচারি সেবক সংঘ,বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ, কধুরখীল কো অপারেটিভ সোসাইটি লিঃ, কধুরখীল মিলন মন্দির পরিচালনা পরিষদ, নাথ কল্যাণ সমিতি, পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা পরিষদ ও জগদানন্দ মিশন পরিচালনা পরিষদ, মা আনন্দময়ি ধাম পরিচালনা পরিষদ।