বোয়ালখালীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার ( ২৭ জুন) উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলে উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সভাপতি অধ্যাপক কানাই দাশের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অবস্থা ও অবস্থান নিয়ে ধারনা পত্র উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সম্বয়কারী মোছাম্মৎ রেহেনা খাতুন।
মতবিনিময় সভায় অতিথি ছিলেন জাতীয় পার্টি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম ফজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, বাংলাদেশ যুব ইউনিয়ন বোয়ালখালী উপজেলা সভাপতি অনুপম বড়ুয়া পারু , বোয়ালখালী নিউজ এর সম্পাদক ,খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল ।
খান ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা সম্বয়কারী তাপস চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী আরেফা বেগম, নন্দিতা বসু, রমা বৈদ্য,ফরিদা আকতার, সাহিদা বেগম, জোবাইদা রুনু, নারগিছ আকতার, জান্নাতুল ফেরদৌস, আরতি চক্রবর্তী, হাসিনা বেগম, আভা চৌধুরী প্রমুখ ।