প্রধান পাতা

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

(Last Updated On: )

বোয়ালখালীতে নুর মোহাম্মদ (২০) নামের কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ ।

নিহত নুর মোহাম্মদ বোয়ালখালী পৌরভার ২ নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী আব্বাস আলী চৌকিদারের বাড়ীর হামিদুল হকের ছেলে । সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ।

উদ্ধার করে হাসপাতালে আনা হলে নুর মোহাম্মদকে মৃত ঘোষনা করে বোয়ালখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সাবরিনা আকতার ।

নুর মোহাম্মদের বড়ভাই মীর হোসেন জানান, চাকরি থেকে এসে নুর মোহাম্মকে না দেখে খোজাঁখুজির পর তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই । অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।

ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম ।